বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় এর সকল প্রাক্তন ছাত্র ছাত্রীগণকে নিন্মে বর্ণিত ব্যক্তিবর্গের সাথে ব্যক্তিগতভাবে /প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে নাম রেজিষ্ট্টেশন এর কাজ সম্পন্ন করত: সুবর্ণ জয়ন্তী ও পুর্ণমিলনী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সবিনয়ে অনুরোধ ও সহযোগীতা দানের আহ্বান জানাচ্ছি।
বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ((৫০বছর পুর্তি) ও প্রাক্তন ছাত্র -ছাএীদের পুর্ণমিলনী অনুষ্টান। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাএীদেরকে (১৯৬৬খ্রিঃ-২০১৬ খ্রিঃ)-বায়োডাটা ও ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ রেজিষ্ট্রেশন করার জন্য আহব্বান করা যাচ্ছে।রেজিষ্ট্রেশনের সর্বশেষ তাং১০ ডিসেম্বর ২০১৬ খ্রিঃ।
- যোগাযোগের জন্য:-(১) সুগত চাকমা, প্রধান শিক্ষক,বনযোগীছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ি, রাংগামাটি। মোবাইল-০১৫৫২৩৬৩৮৪৪।
- অম্বু বিকাশ চাকমা,সহকারী শিক্ষক,বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়,জুরাছড়ি, রাংগামাটি। মোবাইল- ০১৫৫৪০৬৮১৬০।