font-help

আমাদের কথা

বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি

বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি, রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। ১৯৯৯ সালের ২৩ শে নভেম্বর স্থানীয় এক ঝাঁক কিশোর কিশোরীর প্রচেষ্টায় এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গত এক দশক ধরে জুরাছড়ি উপজেলায় সমিতি বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। সমিতি এ পর্যন্ত ৩৪ টি ছোট-বড় প্রকাশনা বের করেছে। তাছাড়া চাক্মা ভাষা প্রচার ও প্রসারের জন্য জুরাছড়ি উপজেলার ০৯ টি প্রাথমিক বিদ্যালয়ে চাক্মা ভাষা শিার বই সমিতি বিনামূল্যে বিতরণ করে। এ কার্যক্রম এখনো অব্যাহত আছে। তাছাড়া সমিতির উদোগে জুরাছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্যুইজ প্রতিযোগীতা ও উচ্চ বিদ্যালয় গুলোতে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতায় বিজয়ীদের বিভিন্ন পুরস্কার ও প্রশংসা পত্র দেওয়া হয়। সমিতি প্রত্যাশা করে এ সব উদ্যোগের মাধ্যমে আলোকিত নতুন প্রজন্ম গড়ে উঠবে।

বর্তমানে সমিতির উদ্যোগে ‘মাসিক বনযোগীছড়া’ নামে এক ছোটকাগজ নিয়মিতভাবে বের করা হয়। আমরা এ ছোটকাগজকে নবীন ও মফস্বলের লেখকদের সাহিত্য চর্চার প্লাটফর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে চায়।

সমিতির সর্বশেষ সংযোজন ‘বনযোগীছড়া পাঠাগার’। গত ০৬ জানুয়ারী ২০১২ ইং এ পাঠাগার যাত্রা শুরু করে। পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান বাবু সন্তোষ বিকাশ চাক্‌মা বর্তমানে পাঠাগারটিতে ০২ টি দৈনিক পত্রিকা সহ হাজারখানেক বই সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে সমিতির একটি ওয়েবসাইট আছে, www.banajogichara.org। ঐ ওয়েবসাইটে সমিতর প্রকাশনাগুলো আপলোড করা হয়েছে। যে কেউ ইচ্ছে করলে ওয়েবসাইট থেকে বিনামূল্যে বইগলো ডাউনলোড করে নিতে পারবে।
বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতির এ পথযাত্রায় পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের সহযোগীতা একান্তভাবে কাম্য।