বাবু চিত্র মোহন চাক্মার বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত ও অপ্রকাশিত পান্ডুলিপিগুলো সংগ্রহ করে বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি বিভিন্ন বই আকারে প্রকাশ করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ বইটি সে উদ্যোগেরই প্রতিফলন। বই এর মানদন্ড বিচারের ভার পাঠকদের উপর রইল। আমরা যত্ন নিয়েছি প্রুফ সংশোধনের তারপরও ভুল হওয়া অস্বাভাবিক নয়। পাঠক মহলের মন্তব্য পেলে আমরা পুনঃমুদ্রনের সময় তা সংশোধন করে নিতে পারবো।