গঠনতন্ত্র
বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি
বনযোগীছড়া,জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ধারা: ১ (এক)
বিষয়: ভুমিকা
জুরাছড়ি উপজেলা বাংলাদেশের পশ্চাৎপদ উপজেলাগুলোর মধ্যে অন্যতম। এই উপজেলার কিশোর কিশোরী সমাজের কল্যাণ সাধনের মাধ্যমে এই উপজেলার পশ্চাৎ পদতার দুর্নাম মোচনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে এই সমিতি গঠিত।
ধারা: ২(দুই)
বিষয়: সমিতির নাম
নিম্মলিখিত নামে সমিতি পরিচিত হইবে-
বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি(বকিকিকস)
ধারা: ৩(তিন)
বিষয়: সমিতির ঠিকানা
বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি(বকিকিকস)
গ্রাম:বনযোগীছড়া, ডাকঘর:জুরাছড়ি,
উপজেলা:জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ধারা: ৪(চার)
বিষয়:সমিতির কার্য্যক্রম আওতাভুক্ত এলাকা
বর্তমানে জুরাছড়ি উপজেলার মধ্যেই সীমবদ্ধ থাকবে এই সমিতির কার্যক্রম। ভবিষ্যতে নিবন্ধিকরণ কর্তৃপরে অনুমতি সাপেে এই কার্যক্রম সম্প্রসারনের চিন্তাভাবনা রয়েছে।
ধারা: ৫(পাঁচ)
বিষয়: সমিতির ল্য ও উদ্দেশ্য
ভবিষ্যতের জন্য সঠিক নেতৃত্ব ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠার ল্েয এবং জুরাছড়ি উপজেলাকে উন্নয়নের ল্েয এই সমিতির ল্য ও উদ্দেশ্যগুলো সংগৃহিত হইল।ল্য ও উদ্দেশ্যগুলো হইতেছে-
১. সমিতির সদস্য/সদস্যাদের মধ্যে একতা গড়ে তোলা।
২. সামাজিক কল্যাণ সাধন।
৩. শিায় অগ্রগতি সাধন।
৪. সাহিত্যে অগ্রগতি সাধন।
৫. ক্রীড়া চর্চা ও ক্রীড়ার মান উন্নয়ন।
৬. সাংস্কৃতি চর্চা ও সাংস্কৃতির মান উন্নয়ন।
ধারা: ৬(ছয়)
বিষয়: সদস্যপদ সংক্রান্ত
(ক) সদস্য হওয়ার যোগ্যতা:
১. তাহাকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে।
২. তাহার বয়স সাত বৎসরের উর্দ্ধে হইতে হইবে।
৩. যদি কোন উপযুক্ত আদালত তাহাকে মানসিকভাবে অসুস্থ হিসাবে ঘোষনা না করিয়া থাকে।
৪. সমিতির সংবিধান তাহাকে যথাযথ ভাবে মানিয়া চলতে হইবে।
(খ) সদস্যদের শ্রেণী বিভাগ:
সদস্যদের শ্রেণীবিভাগ নিন্মলিখিত ভাবে হইবে: (১) পৃষ্ঠপোষক, (২) প্রতিষ্ঠাতা সদস্য, (৩) আজীবন সদস্য, (৪) কার্যকরী সদস্য ও (৫) সাধারণ সদস্য।
(১) পৃষ্ঠপোষক: সমিতির অগ্রগতি সাধনে যারা আর্থিক, কায়িক, মানসিক ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন, তাহারা সমিতির পৃষ্ঠপোষক হিসাবে বিবেচিত হইবেন।
(২) প্রতিষ্ঠাতা সদস্য: সমিতির প্রতিষ্ঠাকালীন সময়ের সকল সদস্যই, প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বিবেচিত হবেন।
(৩) আজীবন সদস্য: আজীবন সদস্য হইতে হইলে তাঁকে ২০০০ টাকা এককালীন চাঁদা দিয়ে সমিতির জন্য আজীবন যথাসাধ্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার করতে হবে।
(৪) কার্যকরী সদস্য:কার্যকরী কমিটির সকল সদস্যই কার্যকরী সদস্য।মূলত কার্যকরী সদস্যবৃন্দই সমিতি পরিচালনা করবেন।
(৫) সাধারণ সদস্য: পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা সদস্য,আজীবন সদস্য ও কার্যকরী সদস্য বাদে অন্য সব সদস্যই সাধারণ সদস্য বলে বিবেচিত হবেন।
(গ) সদস্য ভর্তি:
(১) সমিতির নির্দিষ্ট আবেদন পত্রে আবেদন করতে হবে।
(২) কার্যকরী কমিটির আলোচনা সাপেক্ষে আবেদন পত্র মঞ্জুর করা হবে।
(ঘ) সদস্যদের দায়িত্ব ও অধিকারসমূহ:
(১) পৃষ্ঠপোষক: পৃষ্ঠপোষকগণ সমিতি পরিচালনার ক্ষেত্রে কার্যকরী কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারবেন।
(২) প্রতিষ্ঠাতা সদস্য: সমিতির কোন পরিবর্তন করতে হইলে প্রতিষ্ঠাতা সদস্যদের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হইবে। সমিতি পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সদস্যগণ ও কার্যকরী কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।
(৩) আজীবন সদস্যবৃন্দ: আজীবন সদস্যবৃন্দ সমিতির দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণে কার্যকরী কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
(৪) কার্যকরী সদস্য: কার্যকরী সদস্যরাই সমিতি পরিচালনা করবেন।সমিতির যে কোন সিদ্ধান্ত গ্রহণ ও বাতিল এর মতা তাদের থাকবে।তবে সমিতির পরিবর্তন করতে হইলে প্রতিষ্ঠাতা সদস্যদের মতামত অবশ্যই গ্রহণ করতে হবে।
(৫) সাধারণ সদস্য: সাধারণ সদস্যবৃন্দ ও সমিতির উন্নয়নে সদা সচেষ্ট থাকবেন।
ধারা:৭(সাত)
বিষয়: সদস্যপদ সাময়িকভাবে স্থগিত ও বাতিলকরণ:
নিন্মলিখিত কারণে কার্যকরী কমিটি সদস্যপদ সাময়িকভাবে স্থগিত ও বাতিল করতে পারবেন-
(১) সদস্যপদ প্রাপ্তির পর ৬(ছয়) মাস চাঁদা না দিলে।
(২) সমিতির পর পর তিনটি সভায় কোন কারণ ব্যাতিত অনুপস্থিত থাকলে।
(৩) সমিতির স্বার্থের বা বিধিমালা পরিপন্থি কোন কাজ করিলে।
(৪) মারা গেলে বা মানসিকভাবে অসুস্থ হইলে অথবা কোন আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হইলে।
ধারা: ৮(আট)
বিষয়: সাময়িকভাবে বরখাস্ত বা বাতিলকৃত সদস্যদের পুন: সদস্যপদ প্রদানঃ
এ বিষয়ে সমিতির কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেবে। তবে ক্ষেত্রে সমিতির স্বার্থকে কার্যকরি কমিটির বিবেচনা করতে হবে।
ধারা: ৯(নয়)
বিষয়:সাংগঠনিক কাঠামো
সমিতির সাংগঠনিক কাঠামো তিনভাবে বিভক্ত হইবে। ভাগগুলো হইল:
(১) কার্যকরী কমিটি।
(২) উপদেষ্টা পরিষদ।
(৩) সাধারণ পরিষদ।
ধারা: ১০(দশ)
বিষয়: কার্যকরী কমিটি
(১) কার্যকরী কমিটি সমিতির মূথপাত্র হিসাবে কাজ করিবে।
(২) সমিতির মূখপাত্র হিসাবে কার্যকরী কমিটি সমিতির সদস্যগণের সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
(৩) সমিতি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রকার শিনীয় অনুষ্ঠান, সাহিত্য চর্চা, দেয়াল পত্রিকা প্রকাশনা, বার্ষিক ও অনিয়মিত বিভিন্ন প্রকাশনা ইত্যাদি এই কার্যকরী কমিটির কার্য্য।
(৪) ক্রীড়া প্রতিযোগীতা, নাট্যানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ, বিতর্ক প্রতিযোগীতা আয়োজন ও পরিচালনা করা এই কার্য্যকরী কমিটির কার্য্য।
(৫) সমাজের কল্যাণমূলক কাজে তৎপর থাকা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এই কার্য্যকরী কমিটির কার্য্য।
(৬) এগুলো ছাড়া ও সমিতি কর্তৃক গৃহিত যে কোন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা এ কার্য্যকরী কমিটির কার্য্য।
ধারা:১১ (এগার)
বিষয়: কার্য্যকরী কমিটি গঠন:
সাধারণ সদস্যগণের দ্বারা নির্বাচিত সদস্যদের দ্বারা কার্য্যকরী কমিটি গঠিত হইবে।সমিতির কার্য্যকরী কমিটি গঠন নিন্মরুপ হইবে-
(১) সভাপতি-১ জন
(২) সহ-সভাপতি-১ জন
(৩) সাধারন সম্পাদক- ১ জন
(৪) সহ-সাধারন সম্পাদক- ২ জন
(৫) সাংগঠনিক সম্পাদক-১ জন
(৬) সহ-সাংগঠনিক সম্পাদক- ১জন
(৭) দপ্তর সম্পাদক-১ জন
(৮) শিা, সাহিত্য ও গবেষণা সম্পাদক-১ জন
(৯) তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক-১ জন
(১০) অর্থ সম্পাদক-১জন
(১১) সহ-অর্থ সম্পাদক-১জন
(১২) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-১ জন
(১৩) ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক-১ জন
(১৪) মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক-১ জন
(১৫) কার্য্যকরী সদস্য-২ জন
ধারা : ১২(বার)
বিষয়:কার্য্যকরী কমিটির কার্য্যকাল:
(১) কার্য্যকরী কমিটির স্বাভাবিক কার্য্যকাল হবে ২(দুই) বৎসর।
(২) যদি কোন কারণে কার্য্যকরী কমিটির নির্বাচন না ঘটে বা নির্বাচন পিছিয়ে যায়, সে েেত্র পরবর্তী কায্যকরী কমিটি গঠন না হওয়া পর্য্যন্ত পূর্ববর্তী কার্য্যকরী কমিটি কাজ চালাইয়া যাইবে।
(৩) কার্য্যকরী কমিটির কোন পদ শূন্য হইলে কার্য্যকরী সদস্য ণের মধ্য হইতে ঐ পদ পূরণ করা হইবে। ইহা কার্য্যকরী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যগণের সমর্থনে নির্বাচিত হইবে।
ধারা: ১৩ (তের)
বিষয়:কার্য্যকরী কমিটির নির্বাচন প্রক্রিয়া:
(১) সমিতির সদস্যরা কেবলমাত্র নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন।
(২) সুষ্ঠ নির্বাচনের পর পরই বর্তমান কার্য্যকরী কমিটি বাতিল বলিয়া গণ্য হবে এবং বর্তমান কার্য্যকরী কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব নবগঠিত কার্য্যকরী কমিটির সদস্যদেরকে বুঝাইয়া দেবেন।
(৩) কার্য্যকরী কমিটি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনের আগে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে অনধিক ৭(সাত) সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবে।
(৪) নির্বাচনের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারন করিবে।
(৫) কার্য্যকরী কমিটির নির্বাচন না করেও সমিতির ২/৩ (দুই তৃতীয়াংশ) সদস্যের প্রত্য মতামতের ভিত্তিতে নতুন কার্য্যকরী কমিটি গঠন করা যাইবে।
ধারা:১৪ (চৌদ্দ)
বিষয়: সভাপতি নির্বাচন ও তাহার দায়িত্ব
(১) সভাপতি পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ১(এক) বৎসর যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) সমিতির সভাপতি সমিতির প্রধান প্রতিনিধির মর্যাদা পাবেন।
(৩) সভাপতি সমিতির সভায় সভাপতিত্ব করবেন।
(৪) কার্য্যকরী কমিটি কর্তৃক গৃহীত যাবতীয় সিদ্ধান্ত অনুমোদন ও নিরিণের দায়িত্ব সভাপতির উপর থাকিবে।
(৫) সভাপতি নিজ মতাবলে প্রয়োজন অনুসারে যে কোন সময়, যে কোন সভা আহ্বান করতে পারিবেন।
(৬) সমিতির কোন সদস্য যদি সমিতির বিধিমালা বহির্ভূত বা সমিতির স্বার্থ পরিপন্হি কোন কাজ করে থাকে, তাহলে সভাপতি তার সদস্যপদ বাতিলের মতা রাখে। তবে ক্ষেত্রে সদস্যপদ বাতিলের বিষয়টি সভা আহ্বান করে জানাতে হবে।
ধারা: ১৫(পনের)
বিষয়: সহ-সভাপতি নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) সহ- সভাপতি পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ১(এক) বৎসর যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) তিনি সভাপতির সকল কার্য্যক্রমের প্রত্য সাহায্যকারীর ভূমিকা পালন করিবেন।
(৩) তিনি সভাপতির অনুপস্থিতিতে বা অন্য কোন কারনে সভাপতি স্বাভাবিক কার্য্য পরিচালনায় অপারগ হইলে , তিনি তার দায়িত্ব পালন করবেন।
ধারা: ১৬ (ষোল)
বিষয়:সাধারণ সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) সাধারণ সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ১(এক) বৎসর যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) সাধারণ সম্পাদক কার্য্যকরী কমিটির যাবতীয় কার্য্যাবলীর প্রধান উৎস হইবেন।
(৩) কার্য্যকরী কমিটির যাবতীয় কার্য্য তাহারই দায়িত্বে পরিচালিত হইবে।
(৪) কার্য্যকরী কমিটির সমস্ত সরঙ্জামাদি রণাবেণের দায়িত্ব তাহার উপর। সরঙ্জামাদির সৃষ্ট ও বিনষ্টের হিসাব তাহার রাখিতে হইবে।
ধারা: ১৭(সতের):
বিষয়: সহ-সাধারণ সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) সহ-সাধারণ সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ১(এক) বৎসর যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) তিনি সাধারণ সম্পাদকের প্রত্য সাহায্যকারীর ভূমিকা পালন করিবেন।
(৩) তিনি সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে বা অন্য কোন কারনে সাধারণ সম্পাদক স্বাভাবিক কার্য্য পরিচালনায় অপারগ হইলে , তিনি তার দায়িত্ব পালন করবেন।
ধারা: ১৮(আটার)
বিষয়: সাংগঠনিক সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) সাংগঠনিক সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ১(এক) বৎসর যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) তিনি সমিতিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করার জন্য সবসময় সচেষ্ট থাকবেন।
(৩) কার্য্যকরী কমিটি কর্তৃক গৃহীত যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
ধারা: ১৯ (উনিশ)
বিষয়: সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) সহ-সাংগঠনিক সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ১(এক) বৎসর যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) তিনি সাংগঠনিক সম্পাদকের প্রত্য সাহায্যকারীর ভূমিকা পালন করিবেন।
(৩) তিনি সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে বা অন্য কোন কারনে সাংগঠনিক সম্পাদকের স্বাভাবিক কার্য্য পরিচালনায় অপারগ হইলে , তিনি তার দায়িত্ব পালন করবেন।
ধারা: ২০(বিশ)
বিষয়:দপ্তর সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব
(১) দপ্তর সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৬ (ছয়) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) কার্য্যকরী কমিটির সকল প্রকার জিনিষপত্র দেখাশুনা ও সংরণের দায়িত্ব তাহার উপর থাকবে।
ধারা: ২১(একুশ)
বিষয়:শিা, সাহিত্য ও গবেষণা সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব
(১) শিা, সাহিত্য ও গবেষণা সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৬ (ছয়) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) কার্য্যকরী কমিটি কর্তৃক গৃহীত শিামূলক যে কোন উদ্যোগ বাস্তবায়নের মূখ্য দায়িত্ব তাহার উপর থাকবে।
(৩) যে কোন প্রকার সাহিত্য প্রতিযোগীতা বা সাহিত্যমূলক আলোচনা আয়োজন করার মূখ্য দায়িত্ব তাহার উপর থাকবে।
(৪) সমিতি কর্তৃক যাবতীয় গবেষণা কাজের মূখ্য দায়িত্ব তাহার উপর থাকবে।
ধারা: ২২(বাইশ)
বিষয়: তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব
(১) তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৬ (ছয়) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) সমিতির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরণের দায়িত্ব তাহার উপর থাকবে।
(৩) সমিতির প্রচার কার্য্য তাহার দ্বারা সম্পন্ন হইবে।
(৪) সমিতি কর্তৃক যাবতীয় প্রকাশনার দায়িত্ব তাহার উপর থাকবে।
ধারা:২৩(তেইশ)
বিষয়: অর্থ সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) অর্থ সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৩ (তিন) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) অর্থ সম্পাদক সমিতির যাবতীয় অর্থের হিসাব সংরন করবেন।
(৩) অর্থ সম্পাদক সমিতির সদস দেও কাছ থেকে চাঁদা উত্তোলন করবেন।
ধারা: ২৪ (চব্বিশ)
বিষয়:সহ অর্থ সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) সহ-অর্থ সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৩ (তিন) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) তিনি অর্থ সম্পাদকের প্রত্য সাহায্যকারীর ভূমিকা পালন করিবেন।
(৩) তিনি অর্থ সম্পাদকের অনুপস্থিতিতে বা অন্য কোন কারনে অর্থ সম্পাদক স্বাভাবিক কার্য্য পরিচালনায় অপারগ হইলে , তিনি তার দায়িত্ব পালন করবেন।
ধারা: ২৫ (পঁচিশ)
বিষয়: ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৩ (তিন) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) সমিতি আয়োজিত যাবতীয় ক্রীড়া প্রতিযোগীতা তাহার দায়িত্বে অনুষ্ঠিত হইবে।
(৩) সমিতির সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা, আয়োজন করা ও পরিচালনা করা তাহার দায়িত্ব।
(৪) বন্ধুত্বমূলক ক্রীড়া প্রতিযোগীতার জন্য অন্য যে কোন সংগঠনের সহিত যোগাযোগ করা এবং সাফল্যমন্ডিত করা তাহার দায়িত্ব।
(৫) যাবতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সরঙ্জামাদি সংগ্রহ ও সংরন করা তার দায়িত্ব।
ধারা: ২৬(ছাব্বিশ)
বিষয়: ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ৩ (তিন) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) সামাজিক কল্যানমূলক যাবতীয় কার্যাবলী সম্পাদনের দায়িত্ব তাহার উপর ন্যাস্ত থাকবে।
(৩) বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপনের ব্যবস্থা তিনি করবেন।
(৪) সমিতির সদস্যদেও সামাজিক মূল্যবোধ সৃষ্টির প্রয়াস চালাইবেন।
ধারা: ২৭ (সাতাশ)
বিষয়: মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) এ পদটিতে কেবল মহিলা সদস্যরা প্রতিদ্বন্ধিতা করতে পারবেন।
(২) যদি কোন মহিলা প্রতিদ্বন্ধি না থাকে কেবল পুরুষ সদস্যরা প্রতিদ্বন্ধি করতে পারবেন।
(৩) সমিতি কর্তৃক গৃহিত মহিলা ও শিশু বিষয়ক বার্ষিক কর্মসূচী বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
ধারা: ২৮ (আটাশ)
বিষয়: কার্যকরী সদস্য নির্বাচন ও তাহার দায়িত্ব:
(১) কার্যকরী সদস্য পদে এমন ব্যাক্তি প্রতিদ্বন্ধিতা করতে পারবেন, যিনি কম পে ২ (দুই) মাস যাবৎ সমিতির সদস্য হিসাবে কাজ করিতেছেন।
(২) সভাপতির অনুমতিক্রমে সাধারন সম্পাদক কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করিবেন।
(৩) কোন সম্পাদকের পদ শূণ্য হইলে কার্যকরী কমিটির ২/৩(দুই তৃতীয়াংশ) সদস্যের প্রত্য মতামতের ভিত্তিতে নির্বাচিত হইয়া তিনি শূণ্য পদের দায়িত্বভার গ্রহণ করিবেন।
ধারা: ২৯(উনত্রিশ)
বিষয়: নব-নির্বাচিত কার্য্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ:
(১) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমিতির নব নির্বাচিত কার্য্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করাবেন।
(২) শপথ নামা নিন্মরুপ হইবে-
আমি —————————————এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে, আমি এই সমিতির————————————হিসাবে সৎসাহস ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করিব এবং সমিতির বিধি বহির্ভূত কোন কাজ করিব না।যদি সমিতির বিধি বহির্ভুত কোন কাজ করিয়া থাকি তাহলে সমিতি কর্তৃক নির্ধারিত যে কোন প্রকার শাস্তি মানিতে বাধ্য থাকিব।
ধারা: ৩০(ত্রিশ)
বিষয়: কার্য্যকরী কমিটি অনুমোদন
কার্য্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ার ত্রিশ দিনের মধ্যে নিবন্ধিকরণ কর্তৃপরে নিকট অনুমোদন করে নিতে হইবে।
ধারা: ৩১(একত্রিশ)
বিষয়: উপদেষ্টা কমিটি গঠন:
সমিতির কার্য্যকরী কমিটি প্রয়োজন মনে করলে প্রয়োজনীয় সংখ্যক ব্যাক্তিবর্গকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করতে পারেবে।
ধারা: ৩২(বত্রিশ)
বিষয়: উপকমিটি গঠন:
সমিতির কার্য্যকরী কমিটি প্রয়োজন মনে করলে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে যে কোন উপ-কমিটি গঠন করতে পারেবে।
ধারা: ৩৩(তেত্রিশ)
বিষয়: প্রতিনিধি নিয়োগ:
সমিতির প্রয়োজন অনুসারে সভাপতি কার্য্যকরী কমিটির সাথে আলোচনার মাধ্যমে যে কোন জায়গায় সমিতির প্রতিনিধি নিয়োগ করতে পারবেন।
ধারা: ৩৪(চৌত্রিশ)
বিষয়: সমিতির সভা অহ্বান এর নিয়মাবলী:
সমিতির সভাসমূহ নিন্মপ্রকার হইবে-
১) মাসিক সভা।
২) সাধারণ সভা।
৩) কার্য্যকরী কমিটি সভা।
৪) জরুরী সাধারণ সভা।
৫) জরুরী কার্য্যকরী কমিটি সভা।
৬) অতি জরুরী সাধারণ সভা।
৭) অতি জরুরী কার্য্যকরী কমিটি সভা।
১. মাসিক সভা: প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে মাসিক সভা হইবে।
২. সাধারণ সভা: সাধারণ সভা অহ্বান কমপে ১৫ (পনের) দিন আগে নোটিশ দিতে হবে।
৩. কার্য্যকরী কমিটির সভা: কার্য্যকরী কমিটির সভা আহ্বান কমপে ৭ (সাত) দিন আগে নোটিশ দিতে হবে।
৪. জরুরি সাধারণ সভা: জরুরি সাধারণ সভা আহ্বান কমপে ৭ (সাত) দিন আগে নোটিশ দিতে হবে।
৫. জরুরী কার্য্যকরী কমিটি সভা: কার্য্যকরী কমিটি সভা আহ্বান কমপে ৩(তিন) দিন আগে নোটিশ দিতে হবে।
৬. অতি জরুরী সাধারণ সভা: অতি জরুরি সাধারণ সভা আহ্বান কমপে ৩ (তিন) দিন আগে নোটিশ দিতে হবে।
৭. অতি জরুরী কার্য্যকরী কমিটি সভা: অতি জরুরী কার্য্যকরী কমিটি সভা আহ্বান কমপে ২৪ (চব্বিশ) ঘন্টা আগে নোটিশ দিতে হবে।
ধারা: ৩৫(পঁয়ত্রিশ)
বিষয়: সভার কোরাম:
সমিতির সভা ২/৩ (দুই-তৃতীয়াংশ) সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে।
ধারা: ৩৬ (ছয়ত্রিশ)
বিষয়: আর্থিক ব্যবস্থাপনা:
(১) সমিতির নামে স্থানীয় যে কোন ব্যাংকে একটি চলতি/সঞ্চয়ী হিসাব খুলিতে হইবে।
(২) ব্যাংকের হিসাবটি সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বারে পরিচালিত হবে।
(৩) সমিতির নামে সংগৃহিত অর্থ কোন অবস্থাতেই হাতে রাখা যাবে না।অর্থ প্রাপ্তির সাথে সাথে উহা সমিতির ব্যাংকের হিসাবে জমা দিতে হইবে।
(৪) সমিতির দৈনন্দিন খরচ মিটানোর জন্য সভাপতির অনুমতি স্বাপেে অর্থ সম্পাদক ৫০০(পাঁচ শত) টাকা মাত্র নগদ অর্থ হাতে রাখতে পারবেন।
(৫) ৫০০ (পাঁচ শত) টাকার বেশী খরচ করিতে হইলে এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করিতে হইলে কার্য্যকরী কমিটির সভায় অনুমোদন নিতে হইবে।
(৬) সমিতির বাৎসরিক সাধারণ সভায় সকল খরচের অনুমোদন ও বাজেট পাশ করাইতে হইবে।
(৭) সমিতির হিসাব নিরিার জন্য নিবন্ধিকরণ কর্তৃপ দ্বারা নিয়োগকৃত বা অনুমোদিত কোন অডিট ফার্ম বা সরকার কর্তৃক যে কোন অডিট ফার্ম বা সমাজসেবা অধিদপ্তরের যে কোন কর্মকর্তা দ্বারা সমিতির যাবতীয় হিসাব নিরিা করিতে হইবে।
(৮) সমিতির নিয়মিত অডিট রিপোর্ট ও বার্ষিক কার্য্যবিবরণী নিয়মিতভাবে নিবন্ধিকরণ কর্তৃপরে বরাবরে প্রেরণ করিতে হইবে।
ধারা: ৩৭ (সাঁয়ত্রিশ)
বিষয়: সংবিধান সংশোধন:
(১) সংবিধান পরিবর্তন অবশ্যই সমিতির কল্যানার্থে হইবে। ব্যাক্তি বিশেষের সুবিধার্থে এই সংবিধান পরিবর্তন করা যাবে না।
(২) সংবিধানের কোন ধারা বা উপধারা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন ও সংশোধন করিতে হইলে সমিতির ২/৩ (দুই তৃতীয়াংশ) সদস্যের প্রত্য মতামতের প্রয়োজন হইবে।
(৩) পরিবর্তিত ধারা বা উপধারা নিবন্ধিকরণ কর্তৃপরে নিকট হইতে অনুমোদন করে নিতে হইবে।
ধারা: ৩৮(আটত্রিশ)
বিষয়: সমিতির বিলুপ্তিকরণ:
(১) যদি কোন কারনে সমিতির মোট সদস্যের ৩/৫ (তিন পঞ্চমাংশ) সদস্য সমিতির বিলুপ্তি চান তবে যথানিয়মে নিবন্ধিকরক কর্তৃপরে অনুমোদন স্বাপেে সমিতির সকল স্থাবর, অস্থাবর সম্পদ অন্য কোন স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট হস্তান্তর করিতে হইবে।
(২) নিবন্ধিকর কর্তৃপ এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন।
(৩) সমিতির বিলুপ্তিকরণ সিদ্ধান্ত গ্রহনেল আগে অবশ্যই প্রতিষ্ঠাতা সদস্যদেও মতামত নিতে হইবে।
-০-
বনযোগীছড়া কিশোর-কিশোরী কল্যাণ সমিতি কর্তৃপক্ষ
ই-মেইলঃ- admin@banajogichara.org