আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিবছরের ন্যয় বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যান সমিতি আগামী “বৈসুক, সাংগ্রাই ও বিসু ২০১৬ ইং” উপলক্ষে একটি সংকলন প্রকাশের উদ্যোগ হাতে নিয়েছে।
উক্ত সংকলনে আপনাদের কাছ থেকে একটি কলাম/প্রবন্ধ/কাহিনী/কবিতা পাওয়ার প্রত্যাশা রইল ।
আদিবাসী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লেখাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ছাপানো হবে।
লেখা পাঠানোর ঠিকানা:
বনযোগীছাড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি
বনযোগীছাড়া, জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ই-মেইল: bkkksrj@yahoo.com