শোক বার্তা
পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সাহিত্যিক, কবি চিত্র মোহন চাকমার মৃত্যুতে বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা। তিনি আজ ২২ মার্চ ২০১৬, দুপুর ০২ ঘটিকার সময় বনযোগীছড়ার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কবি চিত্র মোহন চাকমা ১৯২৫ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলার ১৩৩ নং জুরাছড়ি মৌজাস্থ মুরতি ঘোনা গ্রামে জন্ম গ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রামের সাহিত্য বিকাশ আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তিনি অসংখ্য গল্প, কবিতা, গান ও নাটক রচনা করেছেন। তিনি সুবলং-খাগড়াছড়ি হাসপাতালের ভারপ্রাপ্ত ডাক্তার সুধেন্দু বিকাশের উদ্যোগে বনযোগীছড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের সহযোগীতায় “ টিপু সুলতান ” নাটকটি নাটকটি মঞ্চস্থ করেন। এরপর তিনি নাটকের সাথে জড়িয়ে পড়েন। তিনি বহু চাকমা ও বাংলা কবিতা রচনা করেন। তাঁর উলেখযোগ্য নাটক ‘‘ফাদাহানিত সোনা থায়।” এছাড়াও তাঁর “মন আঝা পুরেইয়্যে” নাটকটি দৈনিক রাঙামাটিতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে টেলিফিল্ম আকারে তা বের করা হয়। তিনি জনপ্রিয় চাকমা গান “ আয় তুঙবি ম’ লগে কাঙারা ধরা যেয়—-” এর গীতিকার। তাঁর অসংখ্য কবিতা, গান, গল্প ও নাটক পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তবে আর্থিক অনটনের কারণে তাঁর অনেক পান্ডুলিপি এখনো অপ্রকাশিত রয়ে গেছে।
সাহিত্যে অবদান রাখার জন্য ‘বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যাণ সমিতি’ র পক্ষ থেকে তাঁকে ‘জুরাছড়ি উপজেলার অলোকিত মানুষ’ হিসাবে সম্মাননা দেওয়া হয়।
বিপ্লব চাকমা
২২/০৩/২০১৬
সাধারণ সম্পাদক
বনযোগীছড়া কিশোর কিশোরী কল্যান সমিতি
বনযোগীছড়া, জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।